মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠকে বসতে রাজি মাওবাদীরা

পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ ফেরাতে মাওবাদীরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছে। গত শুক্রবার মাওবাদী নেতা বিকাশ ও বিক্রম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
একই সঙ্গে মাওবাদীরা সিঙ্গুরের কৃষকদের কাছে মমতার জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে নির্বাচনের পর রাজ্যে অস্ত্র উদ্ধারের যে অভিযান চলছে, তাকে নাটক বলে অভিহিত করেছেন তাঁরা।
মাওবাদী নেতারা বলেন, ‘মমতা নির্বাচনের আগে জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়ে এলেও এখন মুখ্যমন্ত্রী হয়ে সে বিষয়ে নীরব রয়েছেন।

No comments

Powered by Blogger.