বাদশাহর কাছে মুক্তি চাইলেন কারাগারে আটক সৌদি নারী

আইন অমান্য করে গাড়ি চালানোর অপরাধে আটক এক সৌদি নারী তাঁর মুক্তি চেয়ে বাদশাহ আবদুল্লাহর কাছে আবেদন করেছেন। তাঁর আইনজীবী গতকাল রোববার এ কথা জানিয়েছেন। অতি রক্ষণশীল এ দেশটিতে নারীদের গাড়ি চালানো নিষেধ।
আইনজীবী আদনান আল-সালেহ বলেন, তাঁর মক্কেল মানাল আল-শরিফ আশা করছেন, বাদশাহ তাঁকে মুক্তি দেবেন।
আটক হওয়ার পর শরিফ ভেঙে পড়েছেন এবং আইন অমান্য করে তিনি অনুতপ্ত—সৌদি আরবের বিভিন্ন সংবাদপত্রে এমন একটি খবর প্রচারিত হওয়ার পর আইনজীবী সালেহ বলেন, তাঁর মনোবল বেশ চাঙা আছে এবং তিনি ঠিক আছেন।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল খোবার শহরে ২১ মে গ্রেপ্তার হন শরিফ। আগের দিন তিনি সেখানে গাড়ি চালান এবং গাড়ি চালানোর সেই ভিডিও ফুটেজ ইউটিউবে ছেড়ে দেন।
ট্রাফিক পুলিশ তাঁকে আটকের কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দিলেও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পাঁচ দিনের আটকাদেশ দেন। কারাগারের এক মুখপাত্র জানান, সৌদি কর্তৃপক্ষ তাঁর আটকাদেশের মেয়াদ বাড়িয়ে ১০ দিন করেছে। ৩২ বছর বয়সী শরিফ পেশায় একজন কম্পিউটার নিরাপত্তা পরামর্শক।

No comments

Powered by Blogger.