পাকিস্তান খাদ্য ও বস্ত্র ছাড়া পরমাণু শক্তিধর একটি দেশ: কাদির খান

পাকিস্তানের পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খান বলেছেন, পারমাণবিক শক্তিধর দেশ হলেও পাকিস্তানে খাদ্য ও বস্ত্রের অভাব রয়েছে। দেশটিকে এখনো সাহায্যের জন্য বিদেশে হাত পাততে হয়। এটা লজ্জার বিষয়।
লাহোর হাইকোর্ট বার আইনজীবীদের এক অনুষ্ঠানে টেলিফোনে এসব কথা বলেন কাদির খান। তিনি পাকিস্তানের শাসকদের বিদেশ থেকে ‘ভিক্ষা আনার বাটি’ ভেঙে ফেলার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা না হলে পাকিস্তানিরা আত্মসম্মান, মর্যাদা ও স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারবে না। অন্যের দাসত্ব থেকে পাকিস্তানিদের মুক্তি মিলবে না।’
কাদির খান বলেন, পাকিস্তান বিদেশি সাহায্যের ওপর নির্ভরতা কাটিয়ে উঠতে না পারলে অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করতে পারবে না। সন্ত্রাসবাদও দমন করতে পারবে না। তিনি আরও বলেন, পাকিস্তানের শাসকেরা জাতিকে দেওয়া তাঁদের প্রতিশ্রুতি পূরণ করেননি।
জাতীয় স্বার্থ রক্ষায় যে কারও বিরোধিতা করার জন্য পাকিস্তানি শাসকদের প্রতি আহ্বান জানান কাদির খান। তাঁর মতে, এতে পাকিস্তানের হারিয়ে যাওয়া মর্যাদা ও ভাবমূর্তি পুনরুদ্ধার হতে পারে।

No comments

Powered by Blogger.