মিউনিখে স্ত্রীকে প্রহারের অভিযোগে ইমাম গ্রেপ্তার

জার্মানির মিউনিখের দারুল কোরআন মসজিদের ইমাম শেখ আবু আদাম তাঁর এক স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মিসরীয় বংশোদ্ভূত শেখ আবু আদাম ১০ বছর ধরে মিউনিখে ইমামতি করছেন। তাঁর তিন স্ত্রী। গত সপ্তাহে তাঁর ২০ বছর বয়সী সিরীয় বংশোদ্ভূত স্ত্রীকে পিটিয়ে হাড় ভেঙে দেন।
পরে টেলিফোনে এ ঘটনা জানালে পুলিশ আহত স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং আদামকে গ্রেপ্তার করে। এর আগেও তাঁর বিরুদ্ধে তিন স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে।
আদাম মিউনিখ শহর কর্তৃপক্ষসহ নানা সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁর আল-কায়েদা ও তালেবানবিরোধী অবস্থানের জন্য তিনি বেশ বিখ্যাত।
জঙ্গিবিরোধী বক্তব্যের জেরে আদামের ওপর জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কায় বেশ কয়েকবার শহর কর্তৃপক্ষ তাঁকে দেহরক্ষী দেয়।

No comments

Powered by Blogger.