ঈদের ছুটির পর আবারও চাঙা শেয়ারবাজার

ঈদুল আজহার ছুটির পর আজ রোববার আবারও চাঙা হয়ে উঠেছে ঢাকার শেয়ারবাজার। আজ সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে বেড়ে রেকর্ড হয়েছে। বেড়েছে আর্থিক লেনদেন, বেশির ভাগ শেয়ারের দর ও বাজার মূলধন। ঈদুল আজহার তিন দিনের সরকারি ছুটি এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি—সব মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। এর আগে গত সোমবার দুই স্টক এক্সচেঞ্জে ঈদের আগের শেষ লেনদেন হয়।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত রয়েছে পাঁচটির।
এদিকে আজও সাধারণ সূচকের রেকর্ড হয়েছে। সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। বিকেল তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫৪ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৮৫৯৮ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়ায়, যা ডিএসইর সর্বোচ্চ রেকর্ড।
আজ ডিএসইতে মোট দুই হাজার ৮২৪ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৫১ কোটি টাকা বেশি।
আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩,৬০,০৪০ কোটি টাকা, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।
আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, এনসিসি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, কনফিডেন্স সিমেন্ট, এবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, প্রাইম ফিন্যান্স ও ইস্টার্ন ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে দুলামিয়া কটনের শেয়ারের দর। এ ছাড়া আনোয়ার গ্যালভানাইজিং, কেয়া ডিটারজেন্ট, কাশেম ড্রাইসেল, আজিজ পাইপ, সাফকো স্পিনিং, এইচআর টেক্সটাইল, দেশ গার্মেন্টস, কেয়া কসমেটিকস ও ফেডারেল ইনস্যুরেন্স দর বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
এদিকে আজ সবচেয়ে বেশি কমেছে আফতাব আটোমোবাইলের শেয়ারের দর। এ ছাড়া যমুনা ব্যাংক, এএমসিএল (প্রাণ), প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বিডি ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, প্রাইম প্রথম আইসিবিএ মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক ও রূপালী ব্যাংক দাম কমায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠান।

No comments

Powered by Blogger.