বিপর্যয় কাটিয়ে লড়ছে পাকিস্তান

ডি ভিলিয়ার্সের অপরাজিত ২৭৮ রানের মহাকাব্যিক ইনিংস আর ক্যালিসের সেঞ্চুরিতে ৫৮৪ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়ে যাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শেষে মিসবাহ উল হকের দলের সংগ্রহ ৬ উইকেটে ৩১৭ রান। প্রথম ইনিংসে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৬৭ রানে পিছিয়ে পাকিস্তান, হাতে রয়েছে চারটি উইকেট।
গতকাল ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজের উইকেট হারিয়ে ফেললেও আজ শুরুটা ভালোভাবেই করেছিল পাকিস্তান। তৌফিক উমর আর আজহার আলী খুব সাবধানতার সঙ্গে খেলে সচল রাখছিলেন পাকিস্তান স্কোরবোর্ডের চাকা। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছিলেন ১১৭ রান। পাকিস্তানকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন এ দুজন—সবাই যখন এমনটা প্রত্যাশা করছে, তখনই আঘাত হানেন জ্যাক ক্যালিস। ৪৩ রান করে হাশিম আমলার হাতে ধরা পড়েন তৌফিক উমর। তৌফিক ফিরে গেলেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন আজহার আলী। পৌঁছে গিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির খুব কাছাকাছি। কিন্তু মাত্র ১০ রানের আক্ষেপ নিয়ে ডেল স্টেইনের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আজহার ফিরে গেলে বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। তবে এরপরই বাধা হয়ে দাঁড়ান আসাদ শফিক ও অধিনায়ক মিসবাহ উল হক। পঞ্চম উইকেটে এ দুই ব্যাটসম্যান গড়ে তোলেন ১০৭ রানের জুটি। হ্যারিসের শিকারে পরিণত হওয়ার আগে শফিক খেলেছেন বিপর্যয় কাটানো ৬১ রানের এক ইনিংস। দিনের খেলা শেষ হওয়ার সময় ৭৭ রানে অপরাজিত ছিলেন মিসবাহ।

No comments

Powered by Blogger.