খবর- কোরীয় সীমান্তে ব্যাপক গোলাবিনিময়ে নিহত ২

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় সীমান্তবর্তী এলাকায় আজ মঙ্গলবার ব্যাপক গোলাবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা নিহত ও কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সিউল দাবি করেছে, তাদের পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় সীমান্তবর্তী ইয়ংপিয়ং দ্বীপে উত্তর কোরিয়া আজ প্রায় ২০০ ভারী গোলা নিক্ষেপ করেছে। আত্মরক্ষার্থে দক্ষিণ কোরিয়ার সেনারাও পাল্টা গোলা ছুড়ে এর জবাব দিয়েছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে ওই সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
১৯৫৩ সালে শেষ হওয়া কোরীয় যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক গোলা বিনিময়ের ঘটনা।

গোলাগুলিতে দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা নিহত এবং দুই মেরিন সেনা ও চার বেসামরিক নাগরিক আহত হয়েছে বলেও সেনাদের বরাত দিয়ে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ওয়াইটিএন টেলিভিশন।

প্রত্যক্ষদর্শীরা বিতর্কিত ইয়ংপিয়ং দ্বীপে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। এ ছাড়াও দ্বীপটির প্রায় ৭০টির মতো ঘরবাড়িও গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়া এ ঘটনার পর সীমান্ত অঞ্চলে সর্বোাচ্চ বেসামরিক সতর্কতা জারি করেছে। দেশটির শীর্ষস্থানীয় নেতারা সিউলের একটি বাংকারে এ নিয়ে জরুরি সভায় মিলিত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়া ইয়ংপিয়ং দ্বীপে কামানের গোলা নিক্ষেপ করেছে এবং দক্ষিণ কোরিয়ার সেনারা আত্মরক্ষার্থে পাল্টা গোলা নিক্ষেপ করেছে ।

দু'দিন আগে উত্তর কোরিয়ার নতুন পরমাণু স্থপনার তথ্য প্রকাশ হওয়া নিয়ে কোরীয় উপদ্বীপে এ উত্তেজনা সৃষ্টি হয়। তার মধ্যেই দেশটি এ গোলা হামলা চালালো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এর মুখপাত্র কর্নেল লি বুং উ বিবিসিকে বলেন, "মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৩৪ মিনিটে উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়োং দ্বীপে গোলা ছোড়ে। প্রায় ২ শ' রাউন্ড গোলা ছোড়ে তারা।"

"দক্ষিণ কোরিয়ার সেনারা আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে পাল্টা গোলা ছোড়া শুরু করে। উত্তরের সেনাদের লক্ষ্য করে তারা ৮০ টি গোলা ছোড়ে।"

দু' দেশের সেনাদের মধ্যে প্রায় এক ঘণ্টা গোলা বিনিময় চলে।

সিউলের ১২০ কিলোমিটার পশ্চিমের ইয়োনপিয়োং দ্বীপে ১২ শ' থেকে ১৩ শ' মানুষ বাস করে বলে ওই দ্বীপের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

দ্বীপের এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে ওয়াইটিএন টেলিভিশন জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনাদের ছোড়া গোলার আঘাতে প্রায় ৬০ থেকে ৭০টি বাড়ি ধ্বংস হয়েছে।

ওই দ্বীপের এক প্রত্যক্ষদর্শী ওয়াইটিএনকে বলেন, "ঘরবাড়ি ও পাহাড়ে আগুন জ্বলছে এবং অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ায় ভালোভাবে দেখা যাচ্ছে না।"

"মানুষ মৃত্যুর ভয়ে রয়েছে।", বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে ইয়োনপিয়োং দ্বীপে দক্ষিণ কোরিয়া যুদ্ধবিমান নিয়োজিত করেছে।

ওদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুং বাক সৃষ্ট পরিস্থিতিতে করণীয় নির্ধারণে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।

এ গোলাগুলির বিষয়ে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উত্তর কোরিয়ার এ হামলার পর চীন উদ্বেগ প্রকাশ করেছে। তারা উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
===================
শিল্প-অর্থনীতি 'চামড়াশিল্প শিগগিরই সরছে না' by আলী আসিফ  ফিচার- ‘র‌্যাগিং : পৌষ মাস না সর্বনাশ?' by সমুদ্র সৈকত  ভর্তি এবার লটারিতে! by হাবিবুর রহমান তারেক ও তমাল আবদুল কাইয়ুম  আলোচনা- 'পেট্রোবাংলার ভূমিকা এবং কিছু প্রশ্ন' by ড. এম শামসুল আলম  আন্তর্জাতিক- 'যুক্তরাষ্ট্রের ইরাকনীতি ইরানকে বিজয়ী করছে' by ফয়সাল আমিন ইস্ত্রাবাদি  আলোচনা- 'ইভ টিজিং : দায়ী কে?' by ফখরে আলম  কল্প গল্প- '...আজব খাওয়া, ভোজ কয় যাহারে!' by আলী আলী হাবিব  রাজনৈতিক আলোচনা- ''উচিত কথায় ননদ বেজার, গরম ভাতে ভাতে বিলাই (বিড়াল)' by আবদুল গাফ্‌ফার চৌধুরী  প্রকৃতি- 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষশত্রু' by মেহেদী উল্লাহ  ইতিহাস- 'ইতিহাসে মওলানা ভাসানীর আসন' by সৈয়দ আবুল মকসুদ  ইতিহাস- 'টিকে থাকুক ‘টেগর লজ’' by আশীষ-উর-রহমান  আলোচনা- 'কর্মশক্তি ও টাকার অপচয়!' by রোজিনা ইসলাম  রাজনৈতিক আলোচনা- 'আশির দশকে রাজনীতির গুণগত পরিবর্তন' by আবুল কাসেম ফজলুল হক  আলোচনা- 'বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আকাশচুম্বী' by ড. নিয়াজ আহম্মেদ  ইতিহাস- 'প্রত্যন্ত জনপদে ইতিহাস-সঙ্গী হয়ে' by সাযযাদ কাদির  আন্তর্জাতিক- 'জাতিসংঘ বনাম যুক্তরাষ্ট্র' by শহিদুল শহিদুল ইসলাম  গল্পালোচনা- 'দেখেছি তার কালো হরিণ চোখ?' by মহসীন মহসীন হাবিব  স্বাস্থ্য আলোচনা- 'প্রসূতিসেবায় পিছিয়ে দেশ' by শেখ সাবিহা আলম



প্রথম আলো এর সৌজন্যে

এই খবর'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.