ম্যারাডোনাকে মরিনহোর শ্রদ্ধা

কয়েক দিন আগেই মরিনহোর ভূয়সী প্রশংসা করেছিলেন ম্যারাডোনা। এ সময়ের অন্যতম সেরা এই কোচকে স্থান দিয়েছিলেন সব রকমের সমালোচনার ঊর্ধ্বে। এবার ম্যারাডোনার সেই মন্তব্যের প্রতিদানে তাঁকেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করলেন হোসে মরিনহো।
গত শুক্রবার রিয়াল মাদ্রিদের অনুশীলনে উপস্থিত হন ডিয়েগো ম্যারাডোনা। এ সময় ফুটবলের এ জীবন্ত কিংবদন্তিকে নিজের অটোগ্রাফ-সংবলিত একটি জার্সি উপহার দেন মারিনহো। সেখানে তিনি লেখেন, ‘তুমিই এক নম্বর খেলোয়াড়, আমি তোমাকে শ্রদ্ধা জানাই।’ তবে অটোগ্রাফ ওয়ালা জার্সি উপহার দিয়ে মরিনহো কিন্তু যারপরনাই বিব্রত। ম্যারাডোনার অনুরোধেই তাঁকে জার্সি ও অটোগ্রাফ দিলেও এমন একজন কিংবদন্তিকে অটোগ্রাফ দেওয়াটা খুব ‘বিব্রতকর’ হিসেবে বর্ণনা করেছেন রিয়াল কোচ। মরিনহো আরও বলেছেন, তিনি কেবল ফুটবলার ম্যারাডোনার গুণমুগ্ধই নন, ম্যারাডোনার কোচিংও তাঁর ভালো লাগে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে গেলেও ম্যারাডোনার কৌশল নিয়ে মুগ্ধতাই ঝরে পড়েছে মরিনহোর মন্তব্যে। আর্জেন্টিনার জাতীয় দলের কোচের পদটি হাতছাড়া হয়ে গেলেও ম্যারাডোনাকে পেশাদারি কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ফুটবল আঙিনার অন্যতম সেরা এই ট্যাকটিশিয়ান।

No comments

Powered by Blogger.