১৬ বছর বয়সে বিয়ে করার আহ্বান

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ১৬ বছর বয়সে বিয়ে করতে সে দেশের মেয়েদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটিতে তরুণ-তরুণীদের বিয়ের গড় বয়স বেড়ে যাওয়ায় তিনি এ আহ্বান জানান। গতকাল রোববার রাষ্ট্রীয় দৈনিক জাম ই জাম-এর প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ইরানে জন্মহার নিয়ন্ত্রণে নব্বইয়ের দশকে পরিবার পরিকল্পনা কর্মসূচি নেওয়া হয়। তখন ধর্মবিরোধী ও পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করা উল্লেখ করে এই কর্মসূচির কঠোর সমালোচনা করেন আহমাদিনেজাদ। তবে ওই কর্মসূচির ফলে দেশটিতে নাটকীয়ভাবে জন্মহার কমে যায়।
প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ‘আমাদের ছেলেদের বিয়ের বয়স ২০ এবং মেয়েদের ১৬ থেকে ১৭ বছর করা উচিত। বর্তমানে ছেলেদের বিয়ের গড় বয়স ২৬ এবং মেয়েদের ২৪ বছরে পৌঁছেছে। কোনো কারণ ছাড়াই বিয়ের গড় বয়স এমন বেড়ে গেছে।’
২০০৫ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ জনসংখ্যা বাড়ানোর পক্ষে জোর দেন। গত জুলাই মাসে জন্মহার বাড়ায় শিশুপ্রতি বিশেষ আর্থিক সুবিধারও ঘোষণা দেন তিনি। তবে সমালোচকেরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির এই উদ্যোগ দেশটির বেকারত্ব বাড়াবে।

No comments

Powered by Blogger.