ভোট গ্রহণ শেষ মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে দুজন নিহত

বিহার বিধানসভার নির্বাচনে গতকাল শনিবার শেষ দফার ভোট গ্রহণ করা হয়েছে। গতকাল ২৬টি আসনের ভোট গ্রহণ করা হয়। ২৪ নভেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
ভোট গ্রহণের সময় গয়া জেলার লোন্ডা গ্রামের কাছে মাওবাদীদের পুঁতে রাখা মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় তিন সাংবাদিকসহ নয়জন আহত হন।
নির্বাচনে ষষ্ঠ ও শেষ দফায় গতকাল রোহতাস, আওরঙ্গাবাদ, বক্সার, কাইমুর ও গয়া জেলার ২৬টি আসনের বিপরীতে ৪২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগের রাতে রোহতাস জেলায় অস্ত্রসহ ছয় মাওবাদীকে গ্রেপ্তার করে পুলিশ। আগাম সতর্কতা হিসাবে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
আওরঙ্গবাদ জেলার ছয়টি ভোটকেন্দ্রে উন্নয়ন না হওয়ার প্রতিবাদে ভোটাররা ভোট বর্জন করেন।
গত ২১ অক্টোবর বিহার বিধানসভার নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়।

No comments

Powered by Blogger.