সবচেয়ে বেশি ওজনের শিশু

ভারতের ঝাড়খন্ডের বাসিন্দা সেলিম-শাবানা দম্পতির সন্তান আলিয়ার জন্মের সময় ওজন ছিল মাত্র ৯ পাউন্ড। কিন্তু চার মাস বয়স থেকেই তার ওজন দ্রুত বাড়তে থাকে। এখন তার বয়স ১০ মাস হলেও শারীরিক গড়ন ৬ বছরের শিশুর মতো। তার বর্তমান ওজন ১৮ কেজি ৬শ’ গ্রাম। এ বয়সীদের মধ্যে আলিয়াই বিশ্বের সবচেয়ে বেশি ওজনের শিশু। বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন আলিয়ার মা-বাবা। কেননা ওজন সমস্যার কারণেই মাত্র দেড় বছর বয়সে মারা গেছে তাদের প্রথম সন্তান।
সম্প্রতি আলিয়াকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডা. কিষান চুগের ধারণা, স্থূলতা কিংবা হরমোন সংক্রান্ত জটিলতায় ওজন সমস্যায় ভুগছে আলিয়া।
আলিয়ার মা শাবানা পারভীন বলেন, জন্মের কয়েক মাস পর থেকেই ওর ওজন দ্রুত বাড়তে শুরু করেছে। আর্থিক সংকটের কারণে মেয়ের যথাযথ চিকিৎসা করাতে পারছি না। স্থানীয় হাসপাতালের চিকিৎসকরাও শিশুটির সমস্যা শনাক্ত করতে পারছেন না। শাবানা জানান, শারীরিক সমস্যায় থাকলেও গ্রামের সবাই আলিয়াকে ভালোবাসে। আশপাশের বাচ্চারা ছুটে এসে ওর সঙ্গে খেলে। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.