জঙ্গি শাহনূরের যাতায়াত ছিল এমএলএ হোস্টেলে

ভারতীয় রাজনীতিবিদদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শাহনূরের। নিয়মিত যাওয়া আসা ছিল আসামের এমএলএ হোস্টেলে। আসামে গ্রেপ্তার হওয়া বর্ধমান বিস্ফোরণের সন্দেহভাজন জেএমবি সদস্য শাহনূর আলম এ স্বীকারোক্তি দিয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সূত্রের বরাত দিয়ে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জিজ্ঞাসাবাদে শাহনূর বলেছে, কমপক্ষে ৪ জন এমএলএ’র সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তবে সে রাজনীতিবিদদের নাম বা তারা কোন দলের সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি। ওই এমএলএবৃন্দ তাকে আর্থিকসহ সব ধরনের সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করে শাহনূর। এনআইএ এসবের সত্যতা যাচাই করতে তদন্ত করছে। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগইয়ের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেন, আমরা কোন কিছু নিশ্চিতভাবে বলতে পারি না যেহেতু আমাদের কাছে প্রমাণ নেই। এনআইএ মামলার তদন্ত করছে। তাদের তদন্ত আগে শেষ হোক।

No comments

Powered by Blogger.