শেলা নদীতে সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ

সুন্দরবনের শেলা নদীতে সব ধরনের ভারী নৌযান চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে সরকার। আজ বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে স্বরাষ্ট্র, নৌ পরিবহন, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সাংবাদিকদের বলেন, শেলা নদীতে যে কোন ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে নৌ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার। গত মঙ্গলবার শেলা নদীতে সাউদার্ণ স্টার -৭ নামের তেলবাহী ট্যাংকার অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এতে ওই ট্যাংকারে থাকা সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েল সুন্দরবনের বিস্তৃত এলাকায় ছড়িয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করে। এ ঘটনার পর বুধবার থেকে ওই রুটে জাহাজ চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

No comments

Powered by Blogger.