বৃটেনের সর্ববৃহৎ পরিবারে আসছে ১৮তম সন্তান

বৃটেনের সর্ববৃহৎ পরিবারের তকমা র‌্যাডফোর্ড দম্পতির। নোয়েল (৪৩) ও তার স্ত্রী সু (৩৯) ১৫ সন্তানের পিতা-মাতা। এছাড়া রয়েছে দুই নাতি নাতনী। তারা ফেসবুকে জানিয়েছেন, তাদের পরিবারে আসছে ১৮ তম সদস্য। আর অনাগত এ শিশুই হবে তাদের শেষ সন্তান। এমনটাই ঘোষণা দিয়েছেন তারা। বৃটেনের ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে উঠে এসেছে প্রাণোচ্ছল এ পরিবারের গল্প। ফেসবুকে ঘোষণার তারা আরও বলেছেন, নিজেদের অসম্ভব সৌভাগ্যবান আর আশীর্বাদপুষ্ট বলে অনুভব করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেয়ার পরপরই মুহুর্তেই তাদের এক লাখ তিরিশ হাজার ফলোয়ার তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। র‌্যাডফোর্ড দম্পতি ল্যাঙ্কাশায়ারের মোরেক্যাম্বেতে একটি বেকারি চালান। তাদের ব্যবসা দারুন সফল। নিয়মিত শিশু ভাতা ছাড়া বিশাল এ পরিবার চালাতে অতিরিক্ত কোন সরকারী সুবিধা নেয়ার প্রয়োজন পড়েনি তাদের। তারা বলেন, অনাগত সন্তানকে নিয়ে উচ্ছসিত তারা। এটাকে সর্বোত্তম ক্রিসমাস উপহার বলে মনে করছেন তারা। ১৫ ভাইবোনের মধ্যেও বিরাজ করছে আনন্দঘন আবহ। নতুন ভাই বা বোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষ করছে তারা। নোয়েল ও সু’র মধ্যে প্রেমের বন্ধন সেই ছেলেবেলা থেকে। সু প্রথম অন্তস্বত্ত্বা হয়েছিলেন মাত্র ১৪ বছর বয়সে। প্রথম সন্তান ক্রিসের বয়স এখন ২৫। ক্রিসের পর তাদের সংসার আলো করে এসেছে ক্লোয়ি ১৯, জ্যাক ১৭, ড্যানিয়েল ১৫, লুক ১৪, মিলি ১৩, কেইটি ১২, জেমস ১১, ইলাই ৯, এইমি ৮, জশ ৭, ম্যাক্স ৬, টিলি ৪, অস্কার ৩, এবং ক্যাসপার ২। জুলাই মাসে ২১ সপ্তাহ অন্তস্বত্ত্বা অবস্থায় ‘অ্যালফি’ নামক অনাগত সন্তানকে হারায় র‌্যাডফোর্ড দম্পতি। এরপর তারা আবার সন্তান গ্রহণের সিদ্ধান্ত নেন। একইসঙ্গে সিদ্ধান্ত নেন এটাই হবে তাদের শেষ সন্তান।

No comments

Powered by Blogger.