‘সবুজ পণ্যে ৪% সুদে ঋণ দেয়া হবে’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, খাদ্যশস্য চাষাবাদের জন্য কৃষকরা মাত্র ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ পেয়ে থাকেন। সবুজ পণ্য উৎপাদনেও এই রেয়াতি ঋণ দেয়া হবে। গতাকল রাজধানীর সিরডাপ মিলনায়তনে নিওস্টার্ট ইনোভিঅ্যাশন আয়োজিত ‘গ্রিন ফাইন্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’- শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। আতিউর রহমান বলেন, বর্তমানে ঋণ সুবিধার ফলে উৎপাদন বেড়েছে। এতে খাদ্যে বৈদেশিক নির্ভরতা কমছে। এখন ঈদ-পূজায় আদা, রসুন, পিয়াজের মতো খাদ্যশস্যের দাম হঠাৎ করে বেড়ে যায় না। তিনি বলেন, সবুজ পণ্য উৎপাদনের সহায়ক প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর তাদেরকে ৪ শতাংশ সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করবে বাংলাদেশ ব্যাংক। এতে তারা সবুজ পণ্য উৎপাদনে আরও উৎসাহী হবে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ। পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির গতি তরান্বিত হবে। গভর্নর বলেন, উদ্ভাবনী সবুজ পণ্য উৎপাদনে সহায়তা করে দেশের জনবায়ু পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

গ্রীন ব্যাকিংয়ের বিষয়ে সচেতনতা বাড়াতে পারলে পরিবেশ সহায়ক এবং জলবাযু পরিবর্তন মোকবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু মোকাবিলায় সবুজায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সবুজ পণ্য উৎপাদনে অর্থায়নের প্রয়োজন। সেমিনারে আরও বক্তব্য রাখেন- সবুজায়ন সহায়ক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের সিইও নুরুল আক্তার, রহিম আফরোজ রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার মিজবাহ মঈন, নিওস্টার্ট ইনোভিঅ্যাশনের সিইও অ্যাডওয়ার্ড অপূর্ব সিংহ প্রমুখ।

No comments

Powered by Blogger.