চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি

বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’-এর পরিচালক অসুস্থ চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ল্যাব এইডে চিকিৎসাধীন এই গুণী নির্মাতার পুরো শরীরে পানি চলে এসেছে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে আজ জানিয়েছেন চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী। তিনি চাষী নজরুল ইসলামের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন। একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ এবং সর্বাধিক মুক্তিযুদ্ধ ও সাহিত্যনির্ভর ছবির পরিচালক। তিনি মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’, ‘সংগ্রাম’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘মেঘের পরে মেঘ’ এবং ‘ধ্রুবতারা’ নির্মাণ করেন। পাশাপাশি তিনি সাহিত্যনির্ভর ছবি ‘চন্দ্রনাথ’, ‘শুভদা’, ‘দেবদাস’, ‘রঙিন দেবদাস’, ‘পদ্মা মেঘনা যমুনা’ নির্মাণ করেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্র শিল্পের সর্বস্তরের মানুষ চাষী নজরুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করেছেন।

No comments

Powered by Blogger.