ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ‘তৃতীয় সিএসই উৎসব’শু

রাজধানীর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের চলছে ৩দিন ব্যাপী তৃতীয় সিএসই উৎসব। মেলায় এবারও প্রদর্শিত হচ্ছে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিক। আর এই উৎসবকে কেন্দ্র করে মূল ক্যাম্পাসও এখন সেজেছে বর্ণিল সাজে। গতকাল বৃৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির মূল ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। উদ্বোধনী এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) অধ্যাপক ড. এম কায়কোবাদ এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার। এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসান রবিন। উৎসবে এবার ১০টি বিশ্ববিদ্যালয় ও ১৫টি কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী তথ্য প্রযুক্তির বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। টানা তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৩ই ডিসেম্বর শনিবার পর্যন্ত। মিডিয়া পার্টনার চ্যানেল আই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) অধ্যাপক ড. এম কায়কোবাদ বলেন, শিক্ষার্থীদের এখন প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীল হতে হবে। আর এই প্রত্যেক ক্ষেত্রে উৎপাদনশীল হতে হলে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সিএসই উৎসব একটি সময়োপযোগী আয়োজন। ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, এখান থেকে পাঁচ সহস্রাধিক স্নাতক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মেধাবী শিক্ষার্থীরা দেশের চাহিদা পূরণ  করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চেষ্টা করছে। তৃতীয় এই সিএসই উৎসবে এবার, বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আইটি অলিম্পিয়াড, গেমিং কনটেস্ট, আইটি ফেয়ার, কর্মশালা এবং সেমিনারে অংশ নিচ্ছেন। আগামী শনিবার শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এই উৎসবের সমাপ্তি ঘোষণা করবেন।

No comments

Powered by Blogger.