রাজধানীর ২১ প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ

রাজধানীর শীর্ষ ২১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত টাকা ফেরত না দেয়ার অভিযোগে তাদের শোকজ করা হয়েছে। গতকাল এসব প্রতিষ্ঠানকে শোকজ পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাঙলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ন্যাশানাল আইডিয়াল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রায়হান কলেজ, উদয়ন বিদ্যালয়, আহমেদ বাওয়ানী একাডেমী, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, মনিপুর স্কুল, আলিমুদ্দিন স্কুল, আদর্শ বিদ্যালয়, মিরপুর স্মৃতি বিদ্যালয়, আনন্দময়ী বালিকা বিদ্যালয়, ওয়েস্ট এন্ড হাইস্কুল, আরমানিটোলা সরকারি বিদ্যালয়, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানকে আগামী ৭ দিনের শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজ। কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন জানতে চাইলে তিনি জানান, বোর্ডের কাছে যেটুকু ক্ষমতা আছে সবটুকু প্রয়োগের চেষ্টা করবো। তিনি বলেন, প্রয়োজনে ওইসব প্রতিষ্ঠানের এমপিও স্থগিতসহ যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে আমরা আশা করবো কঠোর ব্যবস্থা নেয়ার আগেই প্রতিষ্ঠানগুলো আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দিয়ে  দেবে। শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সকল বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা বোর্ডের আওতাধীন সকল জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো এই শোকজে বলা হয়, ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় ফরম পূরণে যারা আদায়কৃত অতিরিক্ত টাকা ফেরত প্রদান করেননি তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ৭ কর্মদিবসের মধ্যে জানানোর নির্দেশ দেয়া হলো। এর আগে ৩০শে নভেম্বর বোর্ডের নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকায় আদায় করায় ২৬ প্রতিষ্ঠানকে চিঠি দেয় বোর্ড।

No comments

Powered by Blogger.