আসছে ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’

কোকাকোলা বাংলাদেশ দেশের অন্যতম জনপ্রিয় রেডিও চ্যানেল রেডিও ফুর্তির সঙ্গে যৌথভাবে ঘোষণা করলো ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’। এই অভিনব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য একটি প্ল্যাটফরম তৈরি করে দেয়া হবে যেখানে তারা নিজেদের সৃষ্টিশীলতা তুলে ধরতে পারবে। কোকাকোলা প্রথম পর্যায়ে দেশের শীষস্থানীয় সরকারি ও বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ছাত্রছাত্রীদের তাদের প্রতিভাকে তুলে ধরতে এক ঘণ্টা করে রেডিও ফুর্তিতে লাইভ অনুষ্ঠান আয়োজন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, গল্প বলা, কবিতা আবৃতি, ব্যান্ড মিউজিক, কমেডি যে কোন মাধ্যমে তাদের মেধা, লাইভ রেডিও শো’র মাধ্যমে তুলে ধরার সুযোগ পাবে। কোকাকোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাদাব খান ঢাকায় গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’ উদ্যোগের উদ্বোধন করেন। নন্দিত সংগীত শিল্পী বাপ্পা মজুমদার এবং নেমেসিস ব্যান্ডের জোহাদ, যারা এই উদ্যোগের বিচারকের ভূমিকায় থাকবেন এবং রেডিও ফুর্তির সুমাইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে চার দিনব্যাপী প্রতিযোগিতার ব্যবস্থা করবে। ক্যাম্পাসের সেরা মেধাবীদের বাছাই করতে বিচারক হিসেবে সহায়তা করবেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, নেমেসিস ব্যান্ডের জোহাদ এবং রাফা। দ্বিতীয় পর্যায়ে প্রতিটি ক্যাম্পাসের সেরাদের জন্য থাকবে এক ঘণ্টার লাইভ রেডিও অনুষ্ঠান যা শুরু হবে ৩রা জানুয়ারি ২০১৫ থেকে। এই এক ঘণ্টা তারা নিজেদের মতো করে রেডিও স্টেশন পরিচালনায় থাকবেন যা হবে তাদের জন্য হ্যাপি আওয়ার। অংশগ্রহণকারী প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতি সপ্তাহের শনিবার বিকাল ৫-৬টা, এক ঘণ্টা করে রেডিওতে লাইভ অনুষ্ঠানের সুযোগ পাবে। কোকাকোলা হ্যাপি আওয়ারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বুয়েট, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়।

No comments

Powered by Blogger.