ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ১০৮

ইন্দোনেশিয়ার পার্বত্যাঞ্চলে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। প্রাকৃতিক এ দুর্যোগে ১০৫টি বাড়িঘর সম্পূর্ণ ধসে গেছে এবং এখন পর্যন্ত ১০৮ জন নিখোঁজ রয়েছে। জাভার বানজারনেগারা অঞ্চল থেকে শ’ শ’ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। গতকাল রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র সুতোপো নুগ্রহ বলেছেন, এ পর্যন্ত ৩৭৯ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, এ ভূমিধসে জেমব্লুং গ্রাম সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ভূমিধসে বিভিন্ন রাস্তা সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ায় উদ্ধারকাজ ভীষণভাবে ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.