গুম-খুনের দায়িত্ব জাতীয় পার্টি নেবে না -জিয়াউদ্দিন আহমেদ বাবলু

মন্ত্রিসভায় জাপার তিনজন মন্ত্রী থাকা সত্ত্বেও জাতীয় পার্টি সরকারের গুম-খুন, হত্যা, দুঃশাসন ও দলীয়করণের দায়দায়িত্ব নেবে না বলে সাফ জানিয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বলেছেন, আমরা সরকারের পার্টনার নই। কৌশলগত কারণে সরকারের অংশ। এই সরকারের গুম-খুন, হত্যা ও দলীয়করণের কোন দায়-দায়িত্ব আমরা নেবো না। শনিবার সকালে বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলটির কর্মসূচি ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। জিয়াউদ্দিন আহমেদ বলেন, সিলেটে ছাত্রলীগ মারামারি করলে এর দায়দায়িত্ব তো আমরা নেবো না। সরকারের গুম-খুনের দায়দায়িত্বও আমরা নেবো না। আমরা ভিন্ন কারণে সরকারে আছি। জাতীয় ঐক্যের প্রয়োজনে আমরা সরকারে আছি। জনগণকে ঐক্যের বার্তা দিতে আমরা সরকারে আছি। সরকারের  ৫০ জনের মন্ত্রিসভায়  জাপার ৩ জন মন্ত্রী থাকলেও নীতির সঙ্গে আমাদের তফাৎ আছে। এ অবস্থায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন কিনা- এমন প্রশ্নে বাবলু বলেন আমরা কোন হঠকারি সিদ্ধান্ত নেবো না। পদত্যাগ করলেই যে সরকারের পতন হবে তা তো নয়। তিনি বলেন, সরকার পরিবর্তনের দু’টি পদ্ধতি হয়েছে। দু’টি প্রক্রিয়াই গণতান্ত্রিক। একটি হলো আরেকটি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা। অন্যটি হলো সংসদে অনাস্থা বিল আনা। আমরা ‘না’ ভোটের দাবি জানাবো। আমরা জানি, অনাস্থা বিল আনলেও সরকারের পতন ঘটবে না। কারণ, আমরা মাত্র ৪০ জন। কিন্তু আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই। তিনি বলেন, সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, সরকার যদি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে সঙ্গে সঙ্গে জাপা রাস্তায় নামবে। জাপা মহাসচিব বলেন, ১লা জানুয়ারি জাপা’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ লোকের সমাবেশ ঘটানো হবে। এদিন বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করবো। একই দিন আওয়ামী লীগ-বিএনপির রাহু থেকে দেশবাসীকে মুক্তির জন্য ১ বছরের  কর্মসূচি দেয়া হবে। সংবাদ সম্মেলনে মহাসমাবেশ সফল করার জন্য ১০১ সদস্যের কমিটিও ঘোষণা করেন বাবলু। মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ বাবলু নিজেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য এমএ হান্নান, আবুল কাশেম, এডভোকেট সালমা ইসলাম এমপি, এমএ মান্নান, সাইদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

No comments

Powered by Blogger.