ভারতীয় অংশের সুন্দরবনে উচ্চ সতর্কাবস্থা

গত মঙ্গলবার তেলবাহী ট্যাংকারডুবিতে সাড়ে ৩ লাখ লিটার তেল ছড়িয়ে পড়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত শেলা নদীতে। সুন্দরবনসহ আশপাশের বিস্তৃত এলাকাজুড়ে বিষাক্ত এ তেলের বিস্তার ঘটছে। হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। এদিকে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারতীয় অংশের সুন্দরনের তত্ত্বাবধানে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিজনেস স্ট্যান্ডার্ড। ভারতের পশ্চিমবঙ্গ বন বিভাগের কর্মকর্তারা জানান, ওই অঞ্চলে বিশেষ করে যেখান থেকে বাংলাদেশ ও ভারতীয় অংশের সুন্দরবনের সীমানা ভাগ হয়েছে, সেখানে ও তার তার আশপাশের অঞ্চলসমূহে তেল কোনভাবে প্রবেশ করছে কিনা, তা পর্যবেক্ষণে নজরদারি বেশ জোরদার করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তা ছাড়াও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসফ ও উপকূল রক্ষী বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.