জাপা নেতা মসীহ সৌদিতে, শহীদুল মালয়েশিয়ার দূত

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহকে সৌদি আরবে বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য মিলেছে। সূত্র মতে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল আসার পর জাপা নেতা মসীহ’র এগ্রিমো সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে। তার নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন জাপা কোটায় প্রথম রাষ্ট্রদূত। অবশ্য দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে নির্বাচনের পরপরই। তবে এখনও সুনির্দিষ্টভাবে তাকে কোন দায়িত্ব দেয়া হয়নি। রাজনীতিক গোলাম মসীহ ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত লন্ডনে বৃটিশ পেট্রোলিয়াম  কোম্পানির আইন বিভাগে চাকরি করেন। লন্ডনে থাকাকালে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন।

No comments

Powered by Blogger.