তারেক ও ফখরুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০শে জানুয়ারি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী  ২০শে জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন আজ সকালে শুনানি শেষে এ দিন ধার্য করেন। গত ৮ই সেপ্টেম্বর আওয়ামী লীগের অঙ্গসংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন। ওইদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহ বাদীর  জবানবন্দি গ্রহণ করে ঘটনাটি তদন্ত করে ২০শে অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পল্টন থানার ওসিকে নির্দেশ দেন। মামলার  অভিযোগে বলা হয়েছে, গত ২৪শে আগস্ট লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটিতে তারেক রহমান এক আলোচনা সভায় ‘আওয়ামী লীগ  নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী’, গত ২রা  সেপ্টেম্বর তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘জিয়াউর রহমান  বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ ও ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকারকরা তেলবাজ’  বলে বক্তব্য রেখেছেন। যা মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও শাস্তিযোগ্য  অপরাধ। অন্যদিকে গত ৫ই সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের  ভাষণ শেষে ‘জয় পাকিস্তান’  বলেছেন এবং ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন নাই’ বলে মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন। যা মিথ্যা,  বানোয়াট, মানহানিকর ও শাস্তিযোগ্য অপরাধ। ওই সকল বক্তব্য গত ২৬শে আগস্ট, ৩রা সেপ্টেম্বর ও  ৬ই সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

No comments

Powered by Blogger.