ছেলেকে সিংহাসন ছাড়ছেন বেলজিয়ামের রাজা

ছেলে যুবরাজ ফিলিপের (৫৩) হাতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ামের রাজা দ্বিতীয় আলবার্ত (৭৯)। আগামী ২১ জুলাই তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। জাতির উদ্দেশে এক ভাষণে গত বুধবার তিনি এ ঘোষণা দেন।
আলবার্ত বলেন, '২৯ বছর ক্ষমতায় থাকার পর আমার মনে হয়েছে, নতুন প্রজন্মের কাছে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে। যুবরাজ ফিলিপও দায়িত্ব গ্রহণে ভালোভাবেই প্রস্তুত আছে। যুবরাজ ও তাঁর স্ত্রী প্রিন্সেস মাতিলদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।' আগামী ২১ জুলাই দেশটির জাতীয় দিবসে ক্ষমতা ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে তিনি আরো বলেন, 'আমার বয়স ও স্বাস্থ্য দায়িত্ব পালনের উপযোগী নয়।'
২১ জুলাই ফিলিপের অভিষেক হবে_এমন গুঞ্জন দেশটিতে আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে রাজনীতিকরা বলছেন, ফিলিপের মধ্যে নেতৃত্বের গুণাবলির অভাব আছে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.