বিরল জিন শনাক্ত!

হাত বেশিক্ষণ পানিতে রাখলে কুঁচকে ফ্যাকাসে হয়ে যায়। এর পেছনে রয়েছে এক ধরনের জিনের ভূমিকা। বিজ্ঞানীরা সেই বিরল জিনকেই শনাক্ত করেছেন। এ-সংক্রান্ত একটি গবেষণার ফলাফল সম্প্রতি দ্য আমেরিকান জার্নাল অব হিউম্যান জেনেটিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষকেরা জানান, দেহের পানিশূন্যতা নিয়ন্ত্রণ করে এমন একটি গুরুত্বপূর্ণ রাসায়নিকের জিনগত পরিবর্তনের কারণে এ ধরনের রোগ হয়। প্রতি ৪০ হাজার মানুষের মধ্যে একজনের এই রোগ রয়েছে। এ রোগের কারণে হাতের তালু ও পায়ের তলার ত্বক পুরু হয়ে যায়। ত্বক কীভাবে নিজেকে আর্দ্র রাখে—এ বিষষটি বুঝতে সাহায্য করবে এই গবেষণা। বিবিসি।

No comments

Powered by Blogger.