রকমারি কৃত্রিম পায়ে সাঁতার

ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারে তৈরি কৃত্রিম পায়ের সাহায্যে স্বাভাবিক চলাফেরা করতে পারছে একটি হাঁস। যুক্তরাষ্ট্রে সম্প্রতি এই বিশেষ পা সংযোজন করা হয়। টেক্সাস অঙ্গরাজ্যের অ্যার্লিংটনে অবস্থিত ‘ফিদারড অ্যাঞ্জেলস স্যাংকচুয়ারি’ অভয়ারণ্যে গত নভেম্বরে জন্মের সময় হাঁসটির পা ছিল উল্টো দিকে ঘোরানো।
ওই অভয়ারণ্যের স্বত্বাধিকারী মাইক গ্যারির উদ্যোগে তৈরি কৃত্রিম পা সংযোজনের পর হাঁসটি প্রথমে ইতস্তত করলেও স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে এবং শেষমেশ পানিতে নেমে সাঁতার কাটে। কম্পিউটারের সাহায্যে হাঁসটির কৃত্রিম পায়ের ছাঁচ ও পরে ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়। সিবিএস নিউজ।

No comments

Powered by Blogger.