কবিতা বৃষ্টির কথা by শাহজাহান মোহাম্মদ

বৃষ্টি তুমি আসবে বলে
আকাশ মেঘের ভিড়
বৃষ্টি তুমি যাচ্ছ ছুঁয়ে
আমার স্বপ্ন নীড়।
বৃষ্টি তুমি আসবে বলে
হাসলো কদম বনে
বৃষ্টি তুমি আনমনা সুর
বাঁশি আমার মনে।

বৃষ্টি তুমি আসবে বলে
ধাইছে নদী ঢেউ
বৃষ্টি তুমি স্বস্তি জোগাও
বাদ থাকে না কেউ!

বৃষ্টি তুমি আসবে বলে
ফুল পাখিদের গান
বৃষ্টি তুমি সৃষ্টি সুখের
হিজলগন্ধা প্রাণ।

বৃষ্টি তুমি আসবে বলে
কিষাণ গলায় গীত
বৃষ্টি সোঁদা গন্ধে মাটি
সবুজ মাখা জিত।


বৃষ্টি এলেই

মঞ্জুর রহমান বাবু


দিনে ফর্সা আকাশে
মেঘের ভেলা ভাসে,
বৃষ্টি নামের সাদা খামে
বাতাস পেয়ে হাসে।

সকাল দুপুর মুক্তো দানার
বৃষ্টি নেমে আসে
আম-কাঁঠালের বনটা ছুঁয়ে
মাঠের সবুজ ঘাসে।

শহর নগর গ্রাসম পেরিয়ে
বৃষ্টি ঝরে কালে
সাদা ডানার বগলা ভিজে
বনের উঁচু বাঁশে।

আকাশ গাঙ্গে উড়ছে দলে
কালো মেঘের হাঁসে,
বৃষ্টি পড়ে মিষ্টি স্বরে
আষাঢ় শ্রাবণ মাসে।


তোমাদের লেখা


বাবার কাঁধে চড়ে

সুমাইয়া বরকতউল্লাহ্

ছোট্ট ছেলে মামুন
বাপকে বলে থামুন
হাটে যাবেন একলা করে
আপনি জানি কেমন।

অনেক দূরে হাট
নাইযে রাস্তা ঘাট
যাবে কেমন করে?

কি যে বলেন বাবা
আপনি দেখি হাবা
নিবেন কাঁধে করে।

দাদা বলেন সেদিন
আপনি নাকি ক’দিন
দাদার কাঁধে বসে
গিয়েছিলেন হাটে?

আমিও তেমন যাব
বোট চানাচুর খাব
আপনি না হয় ক্ষাণিক
জিরিয়ে নিবেন মাঠে।

No comments

Powered by Blogger.