পাকিস্তানে পৃথক হামলায় নিহত ২০

পাকিস্তানে গতকাল শুক্রবার পৃথক হামলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেশোয়ারে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় ১৫ জন। আহত হয় অন্তত ২৫ জন।
অন্য ঘটনাটি ঘটে করাচিতে। সেখানে বন্দুকধারীর হামলায় প্রাদেশিক পরিষদের সাবেক এক সদস্য ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবার বাজাউর জেলায় এক হামলায় মিলিশিয়া বাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়।
পেশোয়ারে হামলার ব্যাপারে পুলিশ কমিশনার শফি উল্লাহ জানান, হামলাকারী প্রথমে মসজিদের বাইরে দায়িত্বরত এক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর মসজিদের ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। আহত হয় ২৫ জন। জুমার নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। করাচিতে বন্দুকধারীর হামলায় প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। সাজিদ কোরেশি নামের ওই সদস্য মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। হামলায় এক পথচারীও মারা যায়। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.