জানা-অজানা

* সূর্যমুখী ফুল সারাদিন সূর্যের দিকে মুখ করে থাকে। মানে সকালে এটি থাকে পুবমুখী, আর সূর্যের সাথে সাথে তো ক্রমাগত পশ্চিমমুখী হতে থাকে।

* সূর্যমুখীর বিপরীত স্বভাবের ফুলগুলোকে বলে মুনফ্লাওয়ার। এই ফুলগুলো রাতে ফোটে, সকাল হওয়ার আগেই ঝরে পড়ে।
* মুনফ্লাওয়ারগুলোর মধ্যে নাইট-ব্লুমিং সিরিয়াস নামে একটা ফুল আবার একটু বেশিই স্পেশাল। এই ফুলটা বছরে একবার একরাতের জন্যই ফোটে!

* টিউলিপ পেঁয়াজের চাচাত ভাই। তাই পেঁয়াজের ফুল যেরকম অনেকটাই টিউলিপের মতো, তেমনি টিউলিপ গাছের গোড়াতেও পেঁয়াজের মতো একটা কন্দ হয়। ওকে বলে টিউলিপ বাল্ব।

* ১৬ শতকে নেদারল্যান্ডে (তখনকার হল্যান্ডে) এই টিউলিপ বাল্বের দাম এতই বেড়ে গিয়েছিল, একেকটি টিউলিপ বাল্ব সমপরিমাণ সোনার চেয়েও দামী হয়ে গিয়েছিল!
* এই টিউলিপ বাল্বকে তুমিও কিন্তু বেশ কাজে লাগাতে পার; রান্নায় পেঁয়াজের বদলে ব্যবহার করতে পার!


সবুজ আহমেদ
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ
নবম শ্রেণি

No comments

Powered by Blogger.