মিমি হচ্ছে বড় by ফারুক হোসেন

মিমি তোমার বালিশ, কাঁথা,
লেপ তোশকও ছোট,
খাটটা মিনি, ছোট্ট মোড়ায়
ভর দিয়ে তাও ওঠো।
পোশাক আশাক ছোট্ট মাপের
তাও সেটা নয় পরিতাপের,

ছোট্ট টেবিল, চেয়ার, ঘড়ি,
খেলনা, মোজা, জুতো,
ছোট্ট চাকার বাইসাইকেল
কিন্তু চলে দ্রুত।

তোমার চামচ, গেলাস, থালা,
আংটি, চুড়ি, গলার মালা,

ছোট্ট সবই যেমন ছিল
এখনো তাই আছে,
কিন্তু মিমি নেই সে আগের
লাগছে আমার কাছে।

তাই তো আমার মনটা ভারি,
তোমার জিনিস ভর্তি বাড়ি,

একই রকম থাকবে ওসব
কারণ সবাই জড়,
তুমিই শুধু ছোট্ট থেকে
হচ্ছো আরও বড়।

No comments

Powered by Blogger.