আসাদ বাহিনীর দখলে গোলান ক্রসিং

সিরিয়ার সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার গোলান মালভূমিতে জাতিসংঘ পরিচালিত সীমান্ত ক্রসিং-বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক সূত্র।
সীমান্ত ক্রসিং দখলে ইসরায়েল নিয়ন্ত্রিত ভূ-খণ্ডের কাছে কুনেইত্রায় ট্যাংক ও সাজোঁয়া যান ব্যবহার করেছে সিরীয় সেনারা।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান প্রথমে জানান, 'অধিকৃত গোলান মালভূমির পুরনো শহর কুনেইত্রার কাছে সীমান্ত ক্রসিং-বিদ্রোহীরা দখল করেছে।' তবে ইসরায়েলের সামরিক সূত্রে বলা হয়েছে, সিরীয় বাহিনী কয়েক ঘণ্টা পর সীমান্ত পারাপার এলাকাটি পুনর্দখল করেছে। এখন সেখানে অপেক্ষাকৃৃত শান্ত পরিস্থিতি বিরাজ করছে। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.