একা কিন্তু একা নন

বেড়াতে বা কোনো কাজেই হয়তো গেছেন কোথাও। একা। কিন্তু প্রযুক্তির এই যুগে আপনি একা নন। নানা রকম যন্ত্রপাতি হতে পারে আপনার সঙ্গী। একা একা কখনো যদি একঘেয়েমিতেও পেয়ে বসে, সমাধান আপনার হাতের কাছেই।
আবার বাইরে গিয়েও যাঁরা যোগাযোগের আওতায় থাকতে চান, তাঁদের জন্য যন্ত্রপাতি হতে পারে সহায়ক। কোথাও গেলে, কী ধরনের প্রযুক্তি সঙ্গী হতে পারে, তার নমুনা এখানে দেওয়া হলো—

ইউনিভার্সাল মাল্টিপ্লাগ
যেকোনো ধরনের সকেট থেকে বিদ্যুত্ সংযোগ পাওয়ার জন্য।

স্মার্টফোন
যোগাযোগের জন্য

গান শোনার ডিজিটাল
যন্ত্র

ওয়াইফাই রাউটার
একাধিক যন্ত্রে এক সঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ট্যাবলেট কম্পিউটার
ইন্টারনেট, ফেসবুক,
ই-মেইল ব্যবহারের জন্য। ছবি তোলা, গেমস খেলা এবং সিনেমাও দেখা যাবে অবসরে।

পেনড্রাইভ
কোনো ফাইল, ছবি বহন করার জন্য।

বহনযোগ্য চার্জার
বহনযোগ্য চার্জার দিয়ে চলতি পথে বা যেকোনো জায়গায় দরকার হলে স্মার্টফোন, ট্যাবলেট চার্জ করিয়ে নিতে পারবেন।

ই-মেইল অটোরিপ্লাই
ভ্রমণে যাওয়ার আগে
ই-মেইলে একটি অটোরিপ্লাই
দিয়ে রাখুন। যিনি আপনাকে মেইল করবেন, তিনি একটি স্বয়ংক্রিয় ই-মেইল পাবেন।

No comments

Powered by Blogger.