তথ্য সত্যস্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র হাতিই লাফাতে পারে না। হাসার সময় ১৭টি পেশি কাজ করে। জিরাফ তার কান পরিষ্কার করতে ২১ ইঞ্চি লম্বা জিহ্বা ব্যবহার করে। ১৮৬৫ সালের ফেব্রুয়ারি মাসে কোনো পূর্ণিমা হয়নি। মুক্তা ভিনেগারে গলে। একটা মুরগি সর্বোচ্চ ১৩ সেকেন্ডের জন্য উড়তে পারে। উটের চেয়ে ইঁদুর পানি ছাড়া বেশি দিন বাঁচতে পারে। গ্রন্থনা: নাদিরা মুসতারী

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র হাতিই লাফাতে পারে না।
হাসার সময় ১৭টি পেশি কাজ করে।
জিরাফ তার কান পরিষ্কার করতে ২১ ইঞ্চি লম্বা জিহ্বা ব্যবহার করে।

১৮৬৫ সালের ফেব্রুয়ারি মাসে কোনো পূর্ণিমা হয়নি।
মুক্তা ভিনেগারে গলে।

একটা মুরগি সর্বোচ্চ ১৩ সেকেন্ডের জন্য উড়তে পারে।
উটের চেয়ে ইঁদুর পানি ছাড়া বেশি দিন বাঁচতে পারে।
গ্রন্থনা: নাদিরা মুসতারী

No comments

Powered by Blogger.