যৌন হয়রানির মামলা-হোটেলকর্মীর সঙ্গে স্ত্রসকানের সমঝোতা

নিউ ইয়র্কের হোটেল পরিচারিকার সঙ্গে যৌন হয়রানি মামলা নিষ্পত্তির ব্যাপারে সমঝোতায় পেঁৗছেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রসকান। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ইতিমধ্যেই একটি চুক্তি হয়েছে। আগামী সপ্তাহে নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকার সুপ্রিম কোর্টে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।
ফ্রান্সের নাগরিক স্ত্রসকানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি উঠে গত বছরের মে মাসে। নিউ ইয়র্কের হোটেল পরিচারিকা নাফিসাতু দিয়ালো ওই অভিযোগ করেন। পরবর্তী সময়ে মার্কিন আদালত অভিযোগটি খারিজ করে দিলে স্ত্রসকানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন দিয়ালো। এ মামলার পাল্টা হিসেবে স্ত্রসকানও দিয়ালোর বিরুদ্ধে মানহানির মামলা করে ক্ষতিপূরণ দাবি করেন।
সংবাদমাধ্যম জানায়, স্ত্রসকান ও দিয়ালোর আইনজীবীরা মামলা নিষ্পত্তিতে রাজি হয়েছেন। তাঁরা গোপনে এ ব্যাপারে একটি চুক্তি করেছেন। ব্রঙ্কস সুপ্রিম কোর্টের বিচারক ডগলাস ম্যাককেওনের আদালতে বিষয়টি তোলা হবে। সঠিক দিনক্ষণ জানা না গেলেও সংবাদমাধ্যমের মতে, আগামী সপ্তাহেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। দিয়ালোকে কী পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে সে সম্পর্কেও জানা যায়নি।
উল্লেখ্য, দিয়ালোর আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কে গ্রেপ্তার হয়েছিলেন স্ত্রসকান। ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে আইএমএফের প্রধানের পদও ছাড়তে হয়। ফ্রান্সে এ বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হতে পারেননি। এমনকি স্ত্রী অ্যান সিনক্লেয়ারও তাকে ছেড়ে যান। সূত্র : বিবিসি, জিনিউজ।

No comments

Powered by Blogger.