যুক্তরাষ্ট্রে জন্মহার সর্বনিম্ন পর্যায়ে

যুক্তরাষ্ট্রের জন্মহার গত ৯২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পেঁৗছেছে। অর্থনৈতিক মন্দা এবং অভিবাসী ও হিসপানিক নারীদের পারিবারিক সম্পত্তি হারানোর আশঙ্কা এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১৯২০ সালের পর ২০১১ সালে যুক্তরাষ্ট্রে জন্মহার ছিল সবচেয়ে কম। আর ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত জন্মহার কমেছে ৮ শতাংশ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নারীদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার হার কমেছে ৬ শতাংশ। গত বছর যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে ৩৯ লাখ ৫০ হাজার শিশু।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে সন্তান ধারণে সক্ষম প্রতি এক হাজার নারীর মধ্যে সন্তানের জন্ম দিচ্ছেন ৬৩ দশমিক ২ জন। ১৯৫৭ সালে এ হার ছিল ১২২ দশমিক ৭ জন।
২০০৭-০৮ সালের অর্থনৈতিক মন্দার সঙ্গে জন্মহার হ্রাসের সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.