নরোদম সিহানুক মারা গেছেন

কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুক (৮৯) মারা গেছেন। গতকাল সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। অনেক দিন ধরেই তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী ও আত্মীয় প্রিন্স সিসোওয়াথ থোমিকো।


রাজা সিহানুকের জন্ম ১৯২২ সালে।
রাজা নরোদম সুরামারিত ও রানী কোসামাকের বড় ছেলে তিনি। ১৯৪১ সালে সিংহাসনে আরোহণ করেন। তাঁর নেতৃত্বে ১৯৫৩ সালে ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয় কম্বোডিয়া। ভগ্ন স্বাস্থ্যের কারণে ২০০৪ সালে সিংহাসন ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন নির্বাসনে থাকার পরও কম্বোডিয়ায় তাঁর বেশ প্রভাব ছিল।
কম্বোডিয়ার সরকারি এক মুখপাত্র জানান, নমপেনের রাজপ্রাসাদে আনুষ্ঠানিক শেষকৃত্যের জন্য সিহানুকের মরদেহ ফেরত আনা হবে। রাজা নরোদম সিয়ামনি ইতিমধ্যে বেইজিং রওনা হয়ে গেছেন। ২০০৪ সালে সিহানুক সিংহাসন ত্যাগ করার পর তাঁর ছেলে নরোদম সিয়ামনি রাজা হন। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.