খুরশিদের বিরুদ্ধে 'প্রমাণ' দাখিল কেজরিওয়ালের

ভারতের আইনমন্ত্রী সালমান খুরশিদ ও তাঁর স্ত্রী লুইজ খুরশিদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। উত্তর প্রদেশের আর্থিক অনিয়মবিষয়ক কর্তৃপক্ষের একটি দল গতকাল সোমবার এ তদন্ত শুরু করেছে। এদিকে দেশটির দুর্নীতিবিরোধী সংগঠন ইন্ডিয়া এগেনস্ট করাপশনের (আইএসি) নেতা অরবিন্দ কেজরিওয়াল খুরশিদের দাবি প্রত্যাখ্যান করেছেন।


খুরশিদ আগের দিন রবিবার সংবাদ সম্মেলনে দুর্নীতির অভিযোগ নাকচ করেন। তবে গতকাল কেজরিওয়াল খুরশিদের দুর্নীতির পক্ষে 'সাক্ষ্যপ্রমাণ' হাজির করেন।
উত্তর প্রদেশে লুইজ পরিচালিত বেসরকারি সংগঠন জাকির হোসেইন মেমোরিয়াল ট্রাস্ট ৭১ লাখ রুপি আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালসহ তাঁর সহযোগীরা খুরশিদের পদত্যাগের দাবি জানিয়ে আসছে। জাকির হোসেইন মেমোরিয়াল ট্রাস্ট শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। গতকাল নয়াদিলি্লতে আয়োজিত সংবাদ সম্মেলনে কেজরিওয়াল দাবি করেন, সাহায্য পাওয়া প্রতিবন্ধীদের যে তালিকা খুরশিদ আগের দিন দেখিয়েছে, তাতে সত্য গোপন করা হয়েছে। ওই তালিকায় নাম থাকা কয়েকজন বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। পাশাপাশি এমন কয়েকজনের নাম-ঠিকানা রয়েছে তালিকায় বাস্তবে তাদের অস্তিত্বই নেই। এ সময় নিজের বক্তব্যের পক্ষে প্রমাণ হিসেবে উত্তর প্রদেশের এক ব্যক্তিকে সম্মেলনে হাজির করেন কেজরিওয়াল। ওই ব্যক্তি বলেন, ট্রাস্ট্রের তালিকায় যাদের নাম-ঠিকানা রয়েছে, তাদের তিনি খুঁজে পাননি। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.