'দুর্দান্ত' অনুশীলনে জ্বলে ওঠার প্রত্যাশায় ওবামা

প্রথম বিতর্কে কিছুটা পিছিয়ে পড়ার পর এবার 'দুর্দান্ত' প্রস্তুতি নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ দফায় আর মিষ্টি-ভদ্র আচরণ নয় বরং আক্রমণে প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে ধরাশায়ী করার তীরগুলোই সাজিয়ে নিয়েছেন নিজের তূণে।


এদিকে প্রথম দফায় জয় নিশ্চিত করলেও হাত-পা গুটিয়ে বসে নেই রমনি। তাঁর শিবিরেও চলছে ধুমসে বিতর্কের মহড়া। আজ মঙ্গলবার রাতে যার চূড়ান্ত মঞ্চায়ন হবে নিউ ইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে।
প্রস্তুতির জন্য গত শনিবারই ওবামা পেঁৗছে যান ভার্জিনিয়ার উইলিয়ামসবার্গে। তিন দিন ধরে চলে অনুশীলন। প্রস্তুতি প্রসঙ্গে ওবামা বলেন, 'দুদান্ত চলছে।' ওবমার এক জ্যেষ্ঠ উপদেষ্টা ডেভিড এক্সেলরোড বলেন, 'এবার প্রেসিডেন্ট দেশের ব্যাপারে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বলিষ্ঠভাবে উপস্থাপন করবেন।' রমনি শিবিরের এক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যাড গিলেসপি বলেন, 'প্রেসিডেন্ট আগামী (আজকের) বিতর্কে তার স্টাইল পাল্টাতে পারেন, পরিবর্তন আনতে পারেন কৌশলেও। সূত্র : পিটিআই, রয়টার্স।

No comments

Powered by Blogger.