গাঁওয়ালের শিরনি by সেলিম সরদার

ঈশ্বরদীতে বৃষ্টির জন্য শত শত গ্রামবাসীর মাঝে ‘গাঁওয়ালের শিরনি’ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাঁড়াগোপালপুর গ্রামে এই শিরনি বিতরণ করা হয়।

আয়োজকদের অন্যতম সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রাজ্জাক বিশ্বাস (৬৫) বাংলানিউজকে জানান, এই এলাকার মানুষের দীর্ঘদিনের রেওয়াজ এবং তাদের বিশ্বাস খরায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়লে এই ‘গাঁওয়ালের শিরনি’ বিতরণের পর বৃষ্টি হয়।
গ্রামপ্রধান খন্দকার নিজামুল আলম (৬২) বাংলানিউজকে বলেন, গ্রামের দুই শতাধিক মানুষের মধ্যে শিরনি বিতরণ করা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতি বাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা তুলে ওই টাকায় পোলাওয়ের চাল, দুধ, চিনি ও মসলা দিয়ে বিশেষ ধরনের পায়েশ রান্না করা হয়।

বাবুর্চি আলাল ও আব্দুর রহিম বাংলানিউজকে জানান, বড় বড় ৬টি ডেকচিতে এই পায়েশ রান্না করা হয়। এলাকার শত শত মানুষ এই শিরনি নিতে গ্রামপ্রধানের বাড়ির সামনে সমবেত হন।

No comments

Powered by Blogger.