এসিড নিক্ষেপ-দুর্বৃত্তদের কঠোর শাস্তি চাই

ছোট বোনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় আদালতে সাক্ষ্য দেওয়ার 'অপরাধে' নোয়াখালীতে বড় বোনও যেভাবে একই পরিণতির শিকার হয়েছে, তা আমাদের স্তম্ভিত করেছে। বাস্তবে এসিডদগ্ধ ওই তরুণীর অসহায়ত্ব আমাদেরই অপরাধী করে তোলে।


পিতৃহীন পরিবারের দুই কন্যার এই পরিণতি মর্মান্তিক হলেও নির্যাতিতদের প্রতি নিছক সমবেদনা জানানোর অবকাশ নেই। কেবল ক্ষোভ প্রকাশও এ ক্ষেত্রে যথেষ্ট হতে পারে না। আমরা মনে করি, দুর্বৃত্তরা মানবতার মুখই তরল আগুনে ঝলসে দিয়েছে। সমাজের অন্যদের দায়িত্ব হচ্ছে সেলিনা ও ফারহানার পাশে দাঁড়িয়ে এসিড নিক্ষেপকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আমরা আশা করি, শুভবুদ্ধিসম্পন্ন সবাই দুর্বৃত্তদের আইনের আওতায় আনার ব্যাপারে সর্বাত্মক সহায়তা করবে। এ ধরনের ঘটনায় অনেক ক্ষেত্রে অপরাধী স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী মহলের ছত্রছায়া পেয়ে থাকে। বস্তুত খুঁটির জোরেই তারা একটি অসহায় পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা ধূলিসাৎ করে দেওয়ার সাহস পায়। এই ঘটনার পর অপরাধীদের সর্বজনীন ঘৃণাই প্রাপ্য, বিন্দুমাত্র অনুকম্পা নয়। আমরা আশা করি, এসিড নিক্ষেপকারীদের প্রশ্রয়দাতাদের মানবতাবোধ জাগ্রত হবে। তবে সে জন্য অপেক্ষা করা অর্থহীন। স্থানীয় প্রশাসনের উচিত হবে অবিলম্বে এর জন্য দায়ী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। মনে রাখা জরুরি, এই অঘটন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্যও নেতিবাচক। পুলিশের তৎপরতায় ইতিমধ্যে এক সন্দেহভাজন আটক হয়েছে। বাকিদেরও স্বল্পতম সময়ের মধ্যে আটক করে প্রশাসনকে প্রমাণ দিতে হবে যে তারা আন্তরিক। এ ক্ষেত্রে কোনো অজুহাতই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এক বোনের ওপর এসিড নিক্ষেপের মতো অপরাধ করেও দুর্বৃত্তরা জামিন পেল কীভাবে, তাও বোধগম্য নয়। আগের ঘটনায় অপরাধীরা শাস্তি পেলে পরের ঘটনাটি এড়ানো যেত বলেই আমরা বিশ্বাস করি। অনেক ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা ও আদালতের কর্মচারীদের কারসাজিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ফারহানার ওপর এসিড নিক্ষেপের ঘটনায়ও কি তেমন কিছু হয়েছে? আইনি প্রক্রিয়ায় ফাঁক ছিল কি-না, কর্তৃপক্ষকে খতিয়ে দেখার আহ্বান জানাই আমরা। এক বোনের ওপর এসিড নিক্ষেপের পর সমাজ কেন নির্লিপ্ত ছিল, সেই প্রশ্নও তুলতে চাই। সবারই মনে রাখা জরুরি, নগরে আগুন লাগলে দেবালয় অক্ষত থাকবে না। আমরা আশা করি, ছোট বোন দুর্বৃত্তদের শিকারে পরিণত হওয়ার পর সমাজের সবাই যে ভুল করেছিল, বড় বোন আক্রান্ত হওয়ার পর তার পুনরাবৃত্তি হবে না।
 

No comments

Powered by Blogger.