মূল রচনা-হালিমকে আমার অভিনন্দন’ by জোবেরা রহমান লিনু

‘২০০১ সালে আমি আমার রেকর্ড বিশ্ব রেকর্ড হিসেবে অন্তর্ভুক্তির জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করি। ওই বছরই তারা আমাকে রেকর্ডটি বিশ্ব রেকর্ড হিসেবে গ্রহণের কথা জানায়। আবদুল হালিমের রেকর্ডের বিষয়টি আমি শুনেছি। গিনেসের ওয়েবসাইটেও তাঁর নাম এসেছে। তবে আমার আর তাঁর রেকর্ড সম্পূর্ণ আলাদা। বিশ্ব স্বীকৃতি পাওয়ায় হালিমকে আমার অভিনন্দন।’


বলছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু। সবচেয়ে বেশি বার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ওই সম্মান অর্জন করেন তিনি। লিনু এখন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য।

No comments

Powered by Blogger.