সত্যিকারের সবজান্তা-জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী

 জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী যাত্রা শুরু করে ১৯৪৮ সালে। সেবার মধ্যপ্রাচ্যে সামরিক পর্যবেক্ষক নিয়োগ করে জাতিসংঘ।  ২৯ মে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী দিবস।  বর্তমানে ১৬টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। উল্লেখযোগ্য দেশগুলো হলো: হাইতি, আইভরি কোস্ট, লাইবেরিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সিরিয়া, লেবানন, সুদান, দারফুর ও আফগানিস্তান।


 ১৮ হাজারের বেশি (৩১ অক্টোবর ২০১১-এর হিসাব অনুযায়ী) বেসামরিক লোক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে।
 জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে স্বেচ্ছাসেবকের সংখ্যা দুই হাজার ৩৪৭ জন।
 ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০১২ পর্যন্ত সময়ে শান্তিরক্ষা খাতে জাতিসংঘ প্রায় ৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
 ১৯৪৮ সাল থেকে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত শান্তিরক্ষা খাতে জাতিসংঘ প্রায় ৬৯ বিলিয়ন ডলার ব্যয় করেছে।
 শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি অংশগ্রহণ বাংলাদেশের (১০ হাজার ৩৯৪ জন)।
 জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ১৯৮৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
গ্রন্থনা: সামসুল আলম
সূত্র: ইউএন ডট ওআরজি

No comments

Powered by Blogger.