মন্দা কাটিয়ে উঠছে যুক্তরাষ্ট্র: ওবামা

মার্কিন অর্থনীতি ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি বলেছেন মন্দা সম্পূর্ণ কাটিয়ে উঠতে এখনও কিছুটা সময় প্রয়োজন। যুক্তরাষ্ট্রে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ৩ বছরে বেকারত্বের হার সবচেয়ে কম ছিল এ বছরের জানুয়ারিতে। এ হিসাব অনুযায়ী প্রায় ৮ শতাংশের মতো কমে গেছে বেকারত্বের হার। গত মাসেই সৃষ্টি হয়েছে আড়াই লাখের মতো নতুন কর্মসংস্থান। এদিকে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এ পরিসংখ্যান এটাই প্রমাণ করে, মার্কিন অর্থনীতি ক্রমান্বয়ে ক্ষতি পুষিয়ে উঠছে। নতুন এ সংখ্যা আশার তুলনায় অনেক বেশি বলেও জানায় হোয়াইট হাউজ। এ সংখ্যা আগামী মাসগুলোতে কখনও বাড়বে আবার কখনও কমবে বলে মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, এখনও বহু মার্কিন নাগরিকের চাকরি প্রয়োজন। তবে অর্থনীতি যে শক্তিশালী হয়ে উঠছে ও ইতিবাচক পথে এগিয়ে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি। ওদিকে মার্কিন কংগ্রেসকে অনুরোধ জানিয়ে বলেছেন, অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার ব্যাপারে চেষ্টা অব্যাহত রাখতে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ১৯৩০ সালের অর্থনৈতিক মন্দার পর, সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে দেশটি। তবে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার বিষয়টি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করতে
জোরালো ভূমিকা পালন করবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

No comments

Powered by Blogger.