তালেবানের সঙ্গে শান্তি আলোচনা: কাতার যাবেন গিলানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আগামী সপ্তাহে কাতার সফরে যাবেন। সেখানে তিনি শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। কাতারে গিয়ে আফগান তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইতিবাচক মধ্যস্থতা করবেন গিলানি বলে আজ এক বিবৃতিতে জানা গেছে। গত মাসে তালেবান যোদ্ধারা এক ঘোষণায় বলেছিল, তারা কাতারে একটি রাজনৈতিক কার্যালয় গড়ে তুলছে। এদিকে প্রধানমন্ত্রীর এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আগামী সোমবারেই কাতারে পৌঁছাবেন গিলানি। সেখানে তিনি সরকারের সঙ্গে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসবেন। আফগানিস্তানে দীর্ঘ ১০ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের ক্ষেত্রে পাকিস্তান অন্যতম ভূমিকা পালন করেছে। এদিকে পশ্চিমারা অভিযোগে বারবারই বলছে, জঙ্গি সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা পাকিস্তানে তাদের অভয়ারণ্য গড়ে তোলার কারণেই তা তরান্বিত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে। তবে, এ সম্পর্ক আলোচনার টেবিলে তাদেরকে বসাতে সহায়তা করবে বলে মনে করছে পশ্চিমা মহল।

No comments

Powered by Blogger.