এসিআইর ১২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (্এসিআই) লিমিটেড ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদদৌলা সভাপতিত্ব করেন। এতে কোম্পানির পরিচালক ওয়ালিউর রহমান ভূঁইয়া, মো. ফায়েকুজ্জামান, গোলাম মাইনুদ্দিন, নাজমা দৌলা, সীমা আবেদ রহমান, ওয়ালিউর রহমান ও সুস্মিতা আনিস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগের বছরের তুলনায় ২০১০ সালে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এতে জানানো হয়, ২০১০ সালে কোম্পানির ইলেকট্রিক্যাল বিভাগ ও কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগ ৩৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ ছাড়া ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে এসিআই সল্টে ১৫ শতাংশ এবং এসিআই লাইভস্টক অ্যান্ড ফিশারিজের ২৫ শতাংশ বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে।
সভায় জানানো হয়, ২০১০ সালে দেশি ও বিদেশি বাজারে এসিআই ফুডসের বিক্রি যথাক্রমে ৩৮ শতাংশ ও ১৮ শতাংশ বেড়েছে।

No comments

Powered by Blogger.