গ্রিসে ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ধর্মঘট, সংঘর্ষ

গ্রিসে সরকারের নতুন ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে রাজধানী অ্যাথেন্সে ধর্মঘট চলাকালে গত বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
অ্যাথেন্সে পার্লামেন্টের বাইরে জড়ো হওয়া কয়েক শ বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ও পেট্রলবোমা ছুড়লে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের শেল ছোড়ে পুলিশ।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকটি গ্রুপের নিজেদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে। এ ছাড়া ৪০ জনকে আটক করা হয়েছে বলেও পুলিশ জানায়।
গ্রিস সরকার ২৮ বিলিয়ন ইউরো বাঁচাতে এ বছর কর বাড়ানো এবং সুযোগ-সুবিধা ভাতার পরিমাণ কমানোসহ বেশ কিছু ব্যয় সংকোচনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার।
এর প্রতিবাদে পার্লামেন্ট ভবনের বাইরে সিন্টাগমা স্কয়ারে জড়ো হয় বিক্ষোভকারীরা। তারা ‘চোর ও ধোঁকাবাজ’ ইত্যাদি স্লোগান দেয়। আইনপ্রণেতাদের পার্লামেন্টে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা চালায় তারা।

No comments

Powered by Blogger.