লিবিয়ায় বেসামরিক জনগণকে রক্ষায় মনোযোগ নেই ন্যাটোর

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অভিযোগ করেছেন, সামরিক জোট ন্যাটো লিবিয়ার বেসামরিক জনগণকে রক্ষার চেয়ে দেশটির শাসনক্ষমতায় পরিবর্তন আনা ও রাজনৈতিক হত্যার দিকেই বেশি মনোযোগ দিয়েছে। আন্তর্জাতিকভাবে প্রায় বন্ধুহীন লিবিয়ার কয়েকটি বন্ধুরাষ্ট্রের মধ্যে একটি হলো দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে জ্যাকব জুমা গত মঙ্গলবার বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়াবিষয়ক যে প্রস্তাব পাস করা হয়েছে, ন্যাটো তা লঙ্ঘন করেছে। জুমা বলেন, ‘আমাদের অবস্থান জাতিসংঘের ১৯৭৩ নম্বর প্রস্তাবের অপব্যবহারের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি, ওই প্রস্তাবের অপব্যবহার করে লিবিয়ায় শাসনক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা, রাজনৈতিক হত্যাকাণ্ড ও বিদেশি বাহিনীর আগ্রাসন চালানো হচ্ছে।’
গত মার্চে ন্যাটোর নেতৃত্বে লিবিয়া অভিযান শুরু হওয়ার পর দুবার লিবিয়া সফর করেন জুমা।

No comments

Powered by Blogger.