কক্সবাজারের অপেক্ষায় ক্রিকেটাররা

বিকেএসপি পর্ব শেষ। কাল সকালে হালকা স্ট্রেচিং শেষে সেখান থেকে ঢাকা ফিরে এসেছেন ক্রিকেটাররা। আজ, কাল, পরশু বিশ্রাম। ১৯ জুন থেকে আবার শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। তবে অপেক্ষাটা এখন কক্সবাজারে যাওয়ারই।
কন্ডিশনিং ক্যাম্পের সবচেয়ে আকর্ষণীয় অংশটাই এখনো বাকি। ২৬ জুন ক্যাম্প চলে যাবে সমুদ্রশহর কক্সবাজারে। ক্রিকেটাররা সেখানে থাকবেন ৩০ জুন পর্যন্ত, কন্ডিশনিং ক্যাম্পের পর্দাও নামবে সেখানেই। এর আগে ১৯ থেকে ২৪ জুন ফিটনেস ট্রেনিং হবে ঢাকায়। ২৫ জুন, মানে কক্সবাজার যাওয়ার আগের দিন ছুটি। ছুটিটা ক্রিকেটারদের কাটবে সতীর্থ মাহমুদউল্লাহর বিবাহোত্তর অনুষ্ঠানে যোগ দিয়ে।
এদিকে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে ‘এ’ দলের মালয়েশিয়া সফর বাতিল হওয়ায় কন্ডিশনিং ক্যাম্পের পরিকল্পনায় কিছু পরিবর্তন এসেছে। এর আগে শুধু জিম্বাবুয়ে সফরের প্রাথমিক দলে জায়গা পাওয়া খেলোয়াড়দের কক্সবাজার যাওয়ার কথা থাকলেও এখন যাবেন সবাই। কাল প্রধান নির্বাচক আকরাম খান জানালেন, কক্সবাজারে ক্যাম্প শেষ হলে আগামী মাসের শুরুতে জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল ঘোষণা হবে।
কক্সবাজারে সবাই যাচ্ছেন বলে কন্ডিশনিং ক্যাম্পের বাজেটও কিছু বেড়েছে। শুরুতে ২২ লাখ টাকা বাজেট থাকলেও এখন সেটা ২৫ লাখের মতো।

No comments

Powered by Blogger.