শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতকে শেখাও

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ‘ঝিকে মেরে বউকে শেখানো’র পক্ষে। এ ক্ষেত্রে ঝি হচ্ছে শ্রীলঙ্কা আর বউ ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পরপরই সিরিজ খেলতে ইংল্যান্ড আসছে ওয়ানডের বিশ্বকাপ জেতা দলটি। আর হুসেইন মনে করেন, শ্রীলঙ্কাকে হারিয়েই ভারতের বিপক্ষে সিরিজটা শুরু হওয়ার আগেই ইংল্যান্ড মানসিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে যেতে পারে।
আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। তিন ম্যাচের এই সিরিজে ইংল্যান্ড ইতিমধ্যেই ১-০ ম্যাচে এগিয়ে রয়েছে। নাসের হুসেইন বলেন, ‘তৃতীয় টেস্টে যদি ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে তা হবে ভারতের জন্য বিরাট এক সতর্কবার্তা।’
তাঁর মতে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা ইতিমধ্যেই সব আগ্রহ হারিয়ে বসেছে। শ্রীলঙ্কা দলটির অবস্থা ভালো নয়। তার পরেও শেষ টেস্টটা জিতে ভারতের বিপক্ষে সিরিজের আগে মানসিক দিক দিয়ে এগিয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে।’

No comments

Powered by Blogger.